1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাবিতে যথাযোগ্য মর্যাদার সাথে মুজিবনগর দিবস পালিত - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন

রাবিতে যথাযোগ্য মর্যাদার সাথে মুজিবনগর দিবস পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮
khobor24ghonta.com
রাবি প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১০ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টার দপ্তরের ব্যবস্থাপনায় প্রশাসন ভবনের সামনে থেকে র‍্যালী বের হয়ে বঙ্গবন্ধু হলের সামনে গিয়ে শেষ হয়, সেখানে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এরপর সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক ড. বাবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠেয় এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাই কমিশনার প্রফেসর ড. এম সাইদুর রহমান খান। উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা এবং কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ প্রমুখ।
উপ-উপাচার্য ড. আনন্দ কুমার সাহা তার বক্তব্যে বলেন, “আজকের এই ঐতিহাসিক দিনে মহান মুক্তিযুদ্ধের সময় বব ডিলান, জর্জ হ্যারিসন, মিসেস গান্ধী সহ যেসব বিদেশী বন্ধুরা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন তাদেরকে আমরা বিনম্রচিত্তে স্মরণ করছি”
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সাইদুর রহমান খাঁন বলেন, “মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট সৃষ্টিতে একুশে ফেব্রুয়ারির মাধ্যমে সংগ্রামের যাত্রা শুরু হয়েছিল, মাত্র ৫ শতাংশ মানুষের ভাষা উর্দুকে এদেশের মানুষের উপর অন্যায্যভাবে চাপিয়ে দিতে চেয়েছিল তারা। এরই ধারাবাহিকতায় স্বাধীনতার সংগ্রামের দিকে হেটেছে বাংলাদেশ। মুজিবনগরে গঠিত তৎকালীন সরকার দেশে বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত সৃষ্টিতে কাজ করে গিয়েছিল “।
খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team