রাবি প্রতিনিধিঃ যুক্তির আলোকে শক্তি করে গড়ে উঠা রাজশাহী বিশ্ববিদ্যালয় তথা উত্তর বঙ্গের সনামধন্য বির্তক সংগঠন বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি ডিবেটিং ফোরাম (বিএফডিএফ)’র কমিটি গঠন কার্যক্রম সম্পন্ন হয়েছে। গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব পরিবর্তনের ধারাবাহিতায় এবারও সংগঠনটি সদস্যদের ভোটের মাধ্যমে তার কার্যনির্বাহী কমিটি গঠন করেছে।আজ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলা ভবনের ১৩৯ নং কক্ষে ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক এবং সংগঠনটির উপদেষ্টা সৈয়দ আলী রেজা অপুর নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে এ নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচনে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শাহ আজম শান্তনু এবং হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক ড. রুকসানা বেগম। নব নির্বাচিত কমিটিতে প্রধান নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মো: আবু ইউসুফ। অন্যান্য জেষ্ঠ্য নির্বাহী সদস্যরা হলেন: নাজনীন দিপ্তি, হাবিবুর রহমান, শুভজিত ভট্টাচার্য, ফারহীন ওয়ালিদা এবং হাসান মাহমুদ।
খবর২৪ঘণ্টা.কম/নজ