নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দূর্বৃত্তের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম নামের এক ছাত্র আহত হয়েছেন। আহতাবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাবির স্টেডিয়ামের সামনে এ ঘটনা ঘটে। সাইফুল রাবির মার্কেটিং বিভাগের ছাত্র।
তার পিতার নাম ইসমাইল হোসেন গ্রামের বাড়ি লক্ষনহাট দীসাল খুলনা জেলা।
জানা গেছে, রাত সাড়ে ৯তার দিকে সাইফুল কে বা কারা পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এ এস আই শফিক বলেন, ওই ছাত্র ছুরিকাঘাতে আহত হয়ে ৫ নন্বর ওয়ার্ডে ভর্তি আছে।
খবর ২৪ঘন্টা/ এম কে