রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামী ১৯-২২ মার্চ অনুষ্ঠেয় ছায়া জাতিসংঘ সম্মেলন স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সম্মেলনের আয়োজক রাজশাহী বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ।
ছায়া জাতিসংঘের প্রধান উপদেষ্টা মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ আজম শান্তনু জানান, করোনা ভাইরাস (কভিড-১৯) শঙ্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জনসমাগমমূলক অনুষ্ঠান স্থগিত করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সম্মেলন একটি বিশাল জনসমাগম সম্মিলিত অনুষ্ঠান। সকলের স্বাস্থ্য ও সুরক্ষার কথা মাথায় রেখে সংস্থার পক্ষ থেকে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে সম্মেলনের পরবর্তী সময়সূচি জানিয়ে দেওয়া হবে।
সম্মেলনে সংস্থাটির সভাপতি সাকিব আহমেদ, সাধারণ সম্পাদক শারমিন রিতুসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবছর সম্মেলনে ৪৮ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ২৫০ জন শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করেছেন।
এমকে