সবার আগে.সর্বশেষ  
ঢাকাবুধবার , ৬ ডিসেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

রাবিতে আন্তঃকলেজ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু

অনলাইন ভার্সন
ডিসেম্বর ৬, ২০১৭ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :  রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৪০তম আন্তঃকলেজ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে বেলুন-ফেস্টুন ও কবুতর উড়িয়ে দুদিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান।
বাংলাদেশ বেতারের উপস্থাপক মো. আব্দুর রোকনের সঞ্চালনায় এবং অ্যাথলেটিকস্ ও অ্যাকুয়াটিকস্ সাবকমিটির সভাপতি, বিজনেস স্টাডিজ অনুষদের অধিকর্তা প্রফেসর শিবলী সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা।
বিশ্ববিদ্যালয়ের কৃতি এ্যাথলেট শিরিন ও মাহফুজ মশালসহ মাঠ প্রদক্ষিণ ও অগ্নি প্রজ্বলন করেন। উল্লেখ্য, দুদিনব্যাপী এই প্রতিযোগিতায় ৪১টি ইভিন্টে প্রায় ২৬০ জন খেলোয়াড় অংশ নিচ্ছে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।