1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রানির ফ্ল্যাটে রাতের পোশাকে গোবিন্দাকে! - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:৪০ অপরাহ্ন

রানির ফ্ল্যাটে রাতের পোশাকে গোবিন্দাকে!

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বৃহস্পতিবার ৫৪ বছরে পা দিলেন গোবিন্দা। স্ত্রী সুনীতা এবং দুই সন্তানকে নিয়ে যখন সুখের সংসার তাঁর, তখনই কোথাও উঁকি দিয়ে যায় তাঁর জীবনের বেশ কয়েকটি বিতর্কিত সম্পর্ক। এবারের জন্মদিনেও তার ব্যতিক্রম হয়নি। ৯-এর দশকে যখন দর্শকের হৃদয় জুড়ে রাজ করছেন ‘রাজাবাবু’, তখন কখনও গোবিন্দার সঙ্গে কখনও জড়িয়েছে নীলম-এর নাম আবার কখনও জড়িয়েছেন রানি মুখোপাধ্যায়।

বিগ বস প্রতিযোগী আরশির ঘরে মিলল ব্যবহার করা কন্ডোম, তারপর যা হল..
শোনা যায়, সুনীতার সঙ্গে বাগদান পর্বের পর নাকি নীলম-এর সঙ্গে পরিচয় হয় গোবিন্দার। প্রথম দেখাতেই নীলমের প্রতি অদ্ভূত টান অনুভব করেন গোবিন্দা। একটি সংবাদপত্রকে সাক্ষাৎকারে গোবিন্দা জানিয়েছিলেন, সাদা শর্টস পরে খোলা চুলে প্রথম দেখেছিলেন নীলমকে। প্রথম দর্শনেই মুগ্ধ হয়েছিলেন তিনি। এমনকী, নীলমের নিন্দা শুনতে পারতেন না। একবার নীলমের সমালোচনা করায় সুনীতার ওপর ক্ষেপে গিয়েছিলেন গোবিন্দা। এমনকী, সুনিতার সঙ্গে আর সম্পর্ক রাখবেন না বলেও জানিয়েছিলেন। পাশাপাশি তিনি চেয়েছিলেন নীলমকে বিয়ে করতে। কিন্তু, মা রাজি হননি। সুনীতার সঙ্গেই গোবিন্দার বিয়ে হবে বলেও কথা দিয়েছিলেন তাঁর মা। মায়ের সেই কথা ফেলতে পারেননি বলেই শেষ পর্যন্ত সুনীতাকে বিয়ে করেন গোবিন্দা।

শরীর জুড়ে ঘুরেছিল তাঁর হাত, যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেন বিদ্যা
বিয়ের পর স্ত্রী, সন্তান নিয়ে বেশ ভালই সংসার করছিলেন গোবিন্দা, সেই সময় পরিচয় হয় রানি মুখোপাধ্যায়ের সঙ্গে। ‘হদ করদি আপনে’-র সময় গোবিন্দার সঙ্গে সম্পর্কে জড়ান রানি। ওই সময় নবাগতা রানিকে বিভিন্ন পরিচালক, প্রযোজকদের সঙ্গে পরিচয় করাতে শুরু করেন গোবিন্দা। রানি বাবা-মা কখনওই তাঁদের ওই সম্পর্ক মেনে নিতে পারেননি। গোবিন্দার স্ত্রী সুনীতাও স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কে প্রথমে কিছুই জানতেন না। ওই সময় এক সাংবাদিক রানি মুখোপাধ্যায়ের মুম্বইয়ের ভারসোভার ফ্ল্যাটে যান। সেখানেই রানি মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে রাতের পোশাক পরে গোবিন্দাকে বের হতে দেখা যায়। যা নিয়ে ওই সময় জোর গুঞ্জন শুরু হয়ে যায়।
শোনা যায়, ওই সময় রানিকে দামি গাড়ি, হিরে এবং একটি বিলাসবহুলও ফ্ল্যাটও উপহার দিয়েছিলেন গোবিন্দা। তবে গোবিন্দার সঙ্গে সম্পর্ক নিয়ে কখনওই প্রকাশ্যে মন্তব্য করেননি রানি মুখোপাধ্যায়।

খবর২৪ঘণ্টা.কম/জন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST