খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: শহরের রাত৷ মনের রাত৷ দুয়ে মিলে মিশে একাকার৷ বুঝতে অসুবিধে হচ্ছে? কথা হচ্ছে ‘গুড নাইট সিটি’ ছবি নিয়ে৷ পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়৷ অ্যামাজনের জঙ্গল থেকে বেরিয়ে এবারে ঢুকবেন মানুষের মনের অন্ধকারে৷ রাতের অন্ধকার ও মানুষের মনের অন্ধকারের মধ্যে কোথাও একটা গভীর মিল আছে৷ সেই মিল সিনেমার পর্দায় ফুটিয়ে তোলার দায়িত্ব নিয়েছেন তিনি৷ সম্প্রতি এই ছবিরই বেশ কিছু পোস্টার প্রকাশ্যে এসেছে৷
ছবিটির গল্প এক রাতের ঘটনাকে কেন্দ্র করে৷ শহরে দিনের পর দিন অপরাধ বেড়ে চলেছে৷ মনের অন্ধকারই ক্রাইমের দিকে ঝুঁকে পড়তে বাধ্য করছে মানুষকে৷ এমনই নানা মানসিক জটিলতা-টানাপোড়েন নিয়ে ছবির গল্প এগোতে থাকে৷ এখানে একজন মনোবিদের ভূমিকায় রয়েছেন ঋতুপর্ণা৷
বাকি প্রত্যেকটি অভিনেতা ডার্ক ক্যারেক্টারে অভিনয় করছেন বলেই জানা গিয়েছে৷ মুখ্য ভূমিকায় ঋত্বিক চক্রবর্তী৷ তাঁকে কেন্দ্র করেই ছবির কাহিনি৷ ঋত্বিকের মানসিক সমস্যার সঙ্গে কীভাবে ছবির বাকি চরিত্রগুলি জড়িত সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে ছবির মুক্তির৷ যাঁরা ঋত্বিককে শব্দ ছবিতে দেখেছেন অথবা তাঁর একনিষ্ঠ ভক্ত, তাঁদের মনে ফের একবার যে এছবি দাগ কেটে যাবে, এমনটাই আভাস দিচ্ছে ‘গুড নাইট সিটি’৷
খবর২৪ঘণ্টা.কম/রখ