খবর ২৪ ঘণ্টা ডেস্ক: গভীর রাতে সীমান্তে ফের শেলিং পাকিস্তান সেনা। লাগাতার ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে মর্টার শেলিং পাকিস্তান সেনার। যার জেরে নতুন করে ব্যাপক উত্তেজনা নিয়ন্ত্রণরেখায়। যদিও পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হচ্ছে। নতুন করে রাতের অন্ধকারে যেভাবে শেলিং করা হচ্ছে তাতে হাই-অ্যালার্ট জারি করা হয়েছে সীমান্তে। সেনাবাহিনীকে জম্মু-কাশ্মীরে সতর্ক থাকতে বলা হয়েছে।
এএনআইয়ে প্রকাশিত খবর মোতাবেক, সোমবার রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ আখনোর এবং সুন্দেরবানি সেক্টরে মর্টার শেলিং শুরু করে পাকিস্তানের সেনাবাহিনী। এ ছাড়াও ছোট আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোঁড়া হয় বলে জানা যাচ্ছে। যদিও পাকিস্তান সেনাকে এর যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। দুপক্ষের গোলাগুলিতে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। যদিও ভারতের তরফে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এমনকি এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা যাচ্ছে।
খবর২৪ঘণ্টা, জেএন