খবর২৪ঘণ্টা বিনোদন,ডেস্ক: ভালোবাসার লাল রঙে রঙিন হল শুভশ্রীর সিঁথি। সামাজিক ভাবে আজ থেকে রাজের ঘরণী হলেন তিনি। সাতপাক ঘুরে, অগ্নিকে সাক্ষী রেখে একে-অপরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন পরিচালক-অভিনেত্রী। সাক্ষী থাকল বাওয়ালি রাজবাড়ি।
কলকাতা থেকে ঘন্টা দু’য়েকের দূরত্বে আজ বসেছে ‘রাজশ্রী’ বিয়ের আসর। একেবারে হিন্দু রীতি-নীতি মেনে সম্পন্ন হয়েছে বিয়ের অনুষ্ঠান। বাঙালি ঐতিহ্য মেনে লাল বেনারসী পরেছেন নায়িকা। যদিও সে শাড়ি ডিজাইন করেছেন ডিজাইনার সব্যসাচী। সঙ্গে ভারী সোনার গয়না। মাথায় ওড়না। সব মিলিয়ে আজ লাজে এবং ভালোবাসায় লাল শুভশ্রী।
অন্যদিকে সবুজ রঙের পাঞ্জাবী পরেছেন রাজ। সঙ্গে মানানসই ধুতি। আর মাথায় সোলার টোপর। জুঁই ফুল দিয়ে সাজানো হয়েছে ছাদনাতলা। যার নীচে দাঁড়িয়ে আজীবন একসঙ্গে পথ চলার শপথ নিলেন রাজ-শুভশ্রী। টলিউডের তারকারা ছাড়া এই বিয়ের আমন্ত্রিতদের লিস্টে রয়েছে মন্ত্রীরাও।
রয়েছে মহাভোজের ব্যবস্থা। মেনুতে রয়েছে চাইনিজ, ইন্ডিয়ান ও বাঙালি খাবারের নানা পদ। শেষপাতে আইক্রিম থেকে শুরু করে রয়েছে ক্ষীরের পাটিসাপটা।
ব্রেকআপ হয়ে গিয়েছে রাজ-শুভশ্রীর। মিমির কাছে ফিরে গিয়েছে রাজ। তাই নাকি গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন নায়িকা।
এমন খবরে একসময় ছড়িয়ে গিয়েছিল টলিপাড়ায়। কিন্তু মাস দু’য়েক আগে আরবানায় আংটি-বদল করে সবাইকে চমকে দিয়েছিলেন তাঁরা। তারপর থেকে একের পর এক চমক দিয়ে চলেছেন তাঁর। আজ শেষদিন চমকের
খবর২৪ঘণ্টা.কম/নজ