নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপির জনপ্রিয় নেতা ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী আবু সাইদ চাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার বিকেলে যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা এসএম আব্দুল কাদের চাঁদের মনোনয়নপত্র বাতিল করেন। তার চেয়ারম্যানের পদত্যাগপত্র গ্রহন না হওয়া তথ্য গোপনের অভিযোগ আনা হয়। বিকেল পৌনে ৫ টার দিকে ঘোষনা দেওয়া হয়।
চাঁদ বর্তমানে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় রয়েছে। তার প্রতিনিধি মনোনয়নের যাচাই-বাছাইয়ের সময় উপস্থিত ছিলেন। এর আগে রাজশাহী-১ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী সাবেক মন্ত্রী ব্যারিষ্টার আমিনুল হক, জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমান, রাজশাহী-২ আসনে ২ জন, এবং রাজশাহী-৩ আসনে বিএনপির মতিউর রহমান মন্টু, জাতীয় পাটির শাহাবুদ্দিন বাচ্চু, জামায়াত নেতা অধ্যাপক মাজিদুর রহমান ও রাজশাহী-৪ আসনে বিএনপি নেতা আব্দুল গফুরের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। প্রার্থীরা আবেদন করতে পারবেন। ।
খবর ২৪ ঘন্টা/এমকে