
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রাজশাহীর-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির চার নেতার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় থেকে পৃথক এসব মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
এদিন পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, জেলা শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান আলম, পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আল মামুন খাঁন এবং সাবেক পুঠিয়া উপজেলা সহ-সভাপতি ইসফা খায়রুল হক শিমুলের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। ফরম সংগ্রহের সময় চার প্রার্থীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানাযায়, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে এ পর্যন্ত মোট ছয়টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। এর মধ্যে পুঠিয়া উপজেলা থেকে গত ১৮ ডিসেম্বর একটি,দুর্গাপুর উপজেলা থেকে ২০ ডিসেম্বর একটি এবং সোমবার পুঠিয়া উপজেলা থেকে চারটি মনোনয়ন ফরম বিতরণ করা হয়। এই মনোনয়ন ফরমগুলো স্থানীয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিএনপির বিভিন্ন নেতাকর্মীর পক্ষে সংগ্রহ করা হয়েছে।
না/জ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।