বাগমারা প্রতিনিধি :
রাজশাহী-৪ (বাগমারা) আসনে ভোট কারচুপি, কেন্দ্র দখলসহ নানা অভিযোগে ভোট বর্জন করেছেন বিএনপির প্রার্থী সাবেক এমপি আবু হেনা। রোববার ভোটগ্রহণ চলাকালে একপর্যায়ে সাংবাদিকদের সামনে তিনি এ ঘোষণা তিনি।
কয়েকদিন ধরেই আবু হেনার নির্বাচনী প্রচারণা বন্ধ ছিলো। এ আসনে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ৮ জন। এর মধ্যে নারী ১ লাখ ৩৯ হাজার ২৯৭ ও পুরুষ ভোটার ১ লাখ ৩৮ হাজার ৭১১ জন। ভোট চলাকালে অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেন তিনি।
খবর ২৪ ঘন্টা/আর