1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী-৩ আসন থেকে মনোনয়নপত্র জমা দিলেন মিলন - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন

রাজশাহী-৩ আসন থেকে মনোনয়নপত্র জমা দিলেন মিলন

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮

নিজস্ব প্রতিবেদক : 
চলতি বছরের ডিসেম্বর মাসের ৩০ তারিখ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও ২০ দলীয় জোট মনোনীত প্রার্থী বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুণর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন গতকাল বুধবার দুপুরে পবা উপজেলা নির্বাহী অফিসার জাহিদ নেওয়াজ এর নিকট মনোনয়নপত্র দাখিল করেন। এসময়ে উপস্থিত ছিলেন নওহাটা পৌর মেয়র শেখ মকবুল হোসেন, মোহনপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুস সামাদ, পবা বিএনপি’র আহবায়ক শাহজাহান আলী, ধুরইল ইউপি চেয়ারম্যান কাজিম ্টুদ্দিন, বিএনপি নেতা আবু হেনা, আব্দুস সালাম, মৌসুমী নাসরীন ও জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামাণী সুমন। মনোনয়ন দাখিল শেষে মিলন বলেন, নির্বাচন কমিশনযতই পাঁয়তারা করুক বিএনপি’র তথা ধানের শীষের বিজয় এবার কেউ ছিনিয়ে নিতে পারবেনা। দেশে এখন ধানের শীষের জোয়ার বইতে শুরু করেছে। এই

জোয়ার দেখে আওয়ামী লীগ ও ১৪ দল ভীত হয়ে নির্বাচন কমিশনকে দিয়ে বিএনপি, ২০ দলীয় জোট ও ঐক্য ফ্রন্টকে রুখতে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ক্ষমতাসীন দল পুণরায় একতরফা নির্বাচন করার জন্য এই ধরনের কাজ করছে। কিন্তু এই গণজোয়ারে কোন ষড়যন্ত্র কাজে আসবেনা। জনগণ এই সরকারকে বিতারিত করতে মাঠে থাকবে এবং নির্বাচনের দিন ভোট প্রদান করে ধানের শীষকে বিজয়ী করবে বলে তিনি জানান। সেইসাথে তাঁকে অকুণ্ঠ ভালবাসা ও তাঁর পাশে এসে দাঁড়ানোর জন্য পবা-মোহনপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সেইসাথে নির্ভয়ে নির্বাচনী মাঠে থেকে ধনের শীষের প্রচারণা করার জন্য নেতাকর্মীদের অনুরোধ করেন মিলন।

খবর ২৪ ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team