নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী স্যাটেলাইট টাউন হাইস্কুলের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার সকাল ১০টায় ভবনটি উদ্বোধন করেন তিনি। ভবন উদ্বোধনের পর মেয়র খায়রুজ্জামান লিটনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে স্কুল কর্তৃপক্ষ। এ সময় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী উপস্থিত ছিলেন। এ সময় অন্যদের
মধ্যে আরো উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাজশাহীর নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিপ্তর রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক ড. শরমিন ফৌরদৌস চৌধুরী, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোজাফফর হোসেন, প্রধান শিক্ষক তরিফুল ইসলাম, ১৪ নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগ সভাপতি দরবেশ আলী চিশতি, সাধারণ সম্পাদক তৌকির উদ্দিন খান খালেক প্রমুখ।
খবর ২৪ ঘণ্টা/আর