সংবাদ বিজ্ঞপ্তি :
রাজশাহী সিটি প্রেসক্লাবের বার্র্ষিক বনভোজন শুক্রবার শান্তাহারের “শখের পল্লী’ পিকনিক স্পটে আয়োজন করা হয়। দুপুরে ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক জনসংযোগ কর্মকর্তা আমিরুল করিম বুলু ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক আলম। সভাপতিত্ব করেন পিকনিক কমিটির আহবায়ক ও ক্লাবের অর্থ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্য। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের যুগ্ম সম্পাদক আজিবার রহমান, ক্রীড়া সম্পাদক ইসমাইল হোসেন হুমায়ূন, সাহিত্য সম্পাদক তারিক হায়দার মিঠু, নির্বাহী সম্পাদক মিলন শেখ।
খবর২৪ঘণ্টা/এমকে