নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মামুন অর রশিদ ও দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন। ৩২ ভোট পেয়ে তারা উভয়েই সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তবে নির্বাচন কমিশন একজন প্রার্থী নির্বাচিত করতে আগামি ২১ দিনের মধ্যে পুনরায় এ পদে ভোট করার ঘোষণা দিয়েছে। এছাড়া সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার তানজিমুল হক নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে দৈনিক সোনালী সংবাদের তৈয়বুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দৈনিক সোনালী সংবাদের মিজানুর রহমান টুকু, কোষাধ্যক্ষ
পদে দৈনিক সানশাইনের সরকার দুলাল মাহবুব নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য পদে দৈনিক ইত্তেফাকের আনিসুজ্জামান ও দৈনিক সমকালের শরিফুল ইসলাম তোতা নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজশাহী সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭ পদের বিপরীতে সভাপতি পদে তিনজন, সহ-সভাপতি ২ জন, সাধারণ সম্পাদক ২ জন, যুগ্ম-সম্পাদক পদে দুই জন ও সদস্য পদে তিনজন প্রতিদ্ব›িদ্বতা করেন। নির্বাচনে মোট ৬৯ জন ভোটার ছিলো।
এস/আর