নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী-২ (সদর) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মিজানুর রহমান মিনু ও মহাজোটের প্রার্থী ফজলে হোসেন বাদশাসহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটানিং অফিসার। রোববার সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটানিং অফিসার তাদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন। একই সঙ্গে এ আসনের দুইজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এরা হলেন, এনপিপির মনোনিত প্রার্থী সাইফুল ইসলাম স্বপন ও স্বতন্ত্র প্রার্থী মাসুদ রানা। তথ্য গোপন করায় তাদের প্রার্থীতা বাতিল করা হয়েছে।রাজশাহী জেলা প্রশাসক ও রিটানিং অফিসার এসএম আব্দুল কাদের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-
বাছাই করছেন। সকালে প্রথমে রাজশাহী-১ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এর পর রাজশাহী-২ সদর আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন রিটানিং অফিসার। রাজশাহী-২ (সদর) আসনে মোট আটজন মনোনয়নপত্র দাখিল করেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, বিএনপি নেতা সাহিদ হাসান, জাতীয় পার্টির খন্দকার মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলনের ফয়সাল হোসেন, সিপিবির এনামুল হক, এনপিপির সাইফুল ইসলাম স্বপন, স্বতন্ত্র প্রার্থী মাসুদ রানা।
খবর ২৪ ঘণ্টা/এমকে