নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর লক্ষীপুরে অবস্থিত রয়্যাল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। ওই শিশু রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গাঙ্গোবাড়ি শাব্বির আহমেদের ছেলে। ওই শিশুর বয়স ৫ দিন।
মৃত শিশুর বাবা শাব্বির অভিযোগ করে জানান, তার শিশুকে তিনি গত ২২ তারিখ ভর্তি করেন। ওয়ার্ডে ভর্তির পর তার চিকিৎসা করান ডা. আশগার হোসেন। ভর্তির পর থেকে ওই ডাক্তার তার শিশুকে মাত্র একবারই দেখেছেন বলে তিনি অভিযোগ করেন।
চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। অভিযোগ করার জন্য তারা রাজপাড়া থানায় যায়। অভিযোগ করা হবে বলেও জানায়।
রয়্যাল হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মাইনুল ইসলাম চিকিৎসকের অবহেলার কথা অস্বীকার করে বলেন, চিকিৎসকের কোন অবহেলা ছিল না। তাকে সুস্থ্য করার জন্য চেষ্টা করা হয়েছে।
রাজপাড়া থানার ওসি হাফিজুর বলেন, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
খবর২৪ঘণ্টা/এমকে