সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী রাইফেল ক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর উপকণ্ঠ পবা উপজেলার সিলিন্দায় চৈতির বাগানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে মেয়র বনভোজন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগি ও র্যাফেল ড্র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও গম্ভীরা উপভোগ করেন মেয়র। আরো উপস্থিত ছিলেন, রাজশাহী রাইফেল ক্লাব সভাপতি ও
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার হুমায়ুন কবির, বিপিএম, পিপিএম, ডিসি (বোয়ালিয়া) সাজিদ হোসেন, ডিসি (ডিবি) আবু আহাম্মদ আল মামুন, রাজশাহী মহানগর আ’লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, রাজশাহী রাইফেল ক্লাবের সহ-সভাপতি হাসান আলী, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবলু, কোষাধ্যক্ষ আবুল হোসেন, রাজশাহী কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম সারওয়ার স্বপনসহ রাইফেল ক্লাবের সদস্যবৃন্দ ও তাদের পরিবারে সদস্যরা।
আর/এস