নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ সিদ্দিক হোসাইনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত সোয়া ৯টার দিকে নগরীর মতিহার থানাধীন অক্টয়ের মোড় এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তিনি রাবির সাবেক সিনেট ও সিন্ডিকেট সদস্য। এ তথ্য নিশ্চিত করে নগরীর
মতিহার থানার অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমান বলেন, জামায়াত নেতা সিদ্দিক হোসাইনকে গ্রেফতারি পরোয়ানা থাকায় গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে তাকে নিজ বাসা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে ৫/৬ টি মামলা রয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এস/আর