নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে, লায়েন্স ক্লাব অফ ঢাকা রোজ গার্ডেন ডিসট্রিক ৩১৫ এর অর্থায়নে, চক্ষু রোগীদের ক্যাম্পের মাধ্যমে, বাছাইকৃত ছানি রোগিদের বিনামূল্যে অপারেশন, লেন্স, কালো চশমা ও চিকিৎসাকালীন বেড ভাড়া এবং থাকা খাওয়া ফ্রী ব্যবস্খা করা হয়। নগরীর ১৮ নং ওয়ার্ড, নব কল্যান সংঘ, পবা নতুন পাড়াতে, চক্ষু অপারেশন
করবেন সার্জন ডাঃ মোঃ ফিরোজ উদ্দিন। ক্যাম্পে প্রায় ৪০০ রোগীকে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়। ক্যাম্পটির সার্বিক দায়িত্ব পালন ও সহযোগিতা করেন বাংলাদেশ আনসার ও ভিডিপি, রাজশাহী সদর ও সার্বজনীনসমাজ কল্যান সংস্থার সভাপতি এবং ১৮ নং ওয়ার্ড দল নেতা মোহন আলী। চক্ষু ক্যাম্পে উপস্থিত ছিলেন, ১৮-নং ওয়ার্ড কাউন্সিলর ও সার্বজনীন সমাজ কল্যান সংস্থার প্রধান উপদেষ্টা জনাব শহিদুল ইসলাম পচা, ১৬,১৭,১৮ নং ওয়ার্ড নারী কাউন্সিলর এবং নারী ও শিশু বিষয়ক সম্পাদিকা মাজেদা
বেগম বুড়ি,আব্দুল বারিক অরেন্জ, আসকান আলী মন্ডল (যুগ্ন-সম্পাদক,শাহমখদুম থানা আওয়ামীলীগ ,জান বক্স,নাজিম উদ্দীন বুলু, ফারুক আলম পাপ্পু,পপেল,জয় সরকার, রাহাদ হোসেন,লালন,ফরহাদ হোসেন রানা, আরিয়ান আহম্মেদ মামুন, রাজা, মামুন আলী প্রমূখ।
খবর ২৪ ঘণ্টা/আর