নিজস্ব প্রতিবেদক : শিক্ষানগরী খ্যাত রাজশাহী মহানগরীতে দুই হাজার ছাড়িয়েছে করোনাভাইরাস কোভিড-১৯ শনাক্ত রোগীর সংখ্যা। নগরীতে দ্রুত হারে বাড়ছে করোনা শনাক্ত রোগীর সংখ্যা। এত সংখ্যক রোগী করোনা শনাক্ত হলেও নগরজুড়ে করোনা সতর্কতায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা নাই। স্বাভাবিকভাবেই চলছে রাজশাহীর জনজীবন। স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্বও মানা হচ্ছেনা সঠিকভাবে। সরকারীভাবে প্রজ্ঞাপন জারির পরও মানুষ তা আমলে নিচ্ছেনা। তোয়াক্কাই যেন নেই করোনার। যার কারণে নগরীতে আরো বেশি বেড়েছে করোনা সংক্রমণের হার।
এর আগে বৃহস্পতিবার পর্যন্ত রাজশাহী মহানগরীতে করোনা ভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১৯৮৪ জন। আর শুক্রবার নতুন করে রাজশাহী মহানগরীতে নতুন করে আরো ৫০ জন আক্রান্ত হয়। নতুন ৫০ জনসহ রাজশাহী মহানগরীতে করোনা ভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা ২ হাজার ৩৪ জনে। রাজশাহী মেডিকেল কলেজের ভায়োরলজি বিভাগে অবস্থিত পিসিআর ল্যাব ও রামেক হাসপাতালের পিসিআর ল্যাবে রাজশাহীর ৫০ জন রোগী শনাক্ত হয়।
নগরীতে হু হু করে বাড়ছে করোনা ভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা। শনাক্তের সংখ্যা বাড়লেও এরমধ্যেই স্বাভাবিক হচ্ছে নগরজীবন। শুরুর দিকে সচেতনতা কিছুটা থাকলেও এখন আর তেমন স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মানা হচ্ছে না। স্বাস্থ্যবিধি মানা বলতে নগরের কিছু মানুষ মাস্ক পরছে। যদিও বিপুল সংখ্যক মানুষ মাস্কবিহীন ঘোরাফেরা করছে। স্বাস্থ্যবিধি মানাতে ইতিমধ্যেই নগরীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্যাম্পেইন শুরু করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী জেলায় প্রথম পুঠিয়া উপজেলায় ১২ এপ্রিল নারায়ণগঞ্জ ফেরত একজনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছিল। এরপর থেকে জেলার ৯টি উপজেলাতেই করোনা শনাক্ত রোগী ধরা পড়ে। ১২ এপ্রিল থেকে ১৬ জুলাই পর্যন্ত ১০০ দিনে জেলার ৯টি উপজেলা ও ১৪টি পৌরসভা এলাকায় ৫৬৯ জন করোনা রোগী শনাক্ত হয়। জেলার মধ্যে সবচাইতে বেশি পবা উপজেলায় করোনা
শনাক্ত রোগী রয়েছে ১২৫ জন। আর তার ১ মাস ৩ দিন পর ১৫ মে থেকে মাত্র ৭১ দিনে রাজশাহী মহানগরীতে করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে জেলার চার গুণ বেশি ২ হাজার ৩৪ জন।
জনজীবন কিছুটা স্বাভাবিক ও গণপরিবহন, বাস এবং ট্রেন চলাচল শুরু হলে শনাক্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করে। ২০৩৪ জন শনাক্তের মধ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রায় শতাধিকের বেশি সদস্য রয়েছে। পুলিশের শনাক্তদের মধ্যে রয়েছে একজন উপ-পুলিশ কমিশনার (এসপি), দুই জন এডিসি, পুলিশ পরিদর্শক, এসআই, এএসআইসহ কন্সটেবল পদমর্যাদার। পুলিশ ছাড়াও নগরে উল্লেখযোগ্য পরিমাণ চিকিৎসক, নার্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরাও করোনা পজিটিভ হয়েছেন। পুলিশের পর তুলনামূলকভাবে চিকিৎসক ও নার্সের সংখ্যাও করোনা শনাক্তে বেশি রয়েছে। আর জেলা ও মহানগর মিলিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ হাজার ৬০৩ জন।
এমকে