রাজশাহী মহানগরীতে ১ হাজার ৯৯০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারী গ্রেফতার করেছে র্যাব-৫, এর সদস্যরা।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় মহানগরীর মতিহার থানাধীন তালাইমারী ট্রাফিক মোড় থেকে তাদের গ্রেফতার করে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল।
গ্রেফতারকৃতরা হলো: মতিহার থানাধীন জাহাজঘাট মধ্যপাড়া এলাকার মোঃ জুয়েল আলী (১৯) ও মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম পশ্চিম পাড়া এলাকার মৃত আবু তাহের উদ্দিনের ছেলে মোঃ সুমন আলী (৩১)।
বৃহস্পতিবার সন্ধা ৭টায় র্যাব-৫, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৫, এর সদস্যরা জানতে পারে, মতিহার থানাধীন তালাইমারী ট্রাফিক মোড় সংলগ্ন ডাচ-বাংলা ব্যাংক বুথের সামনে কতিপয় মাদক কারবারীরা মাদকদ্রব্যসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টায় ওই স্থানে অভিযান চালায় র্যাব সদস্যরা।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালানোর চেষ্টাকালে র্যাবের অফিসার সঙ্গীয় ও ফোর্সের সহায়তায় তাদের ১৯৯০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে।
এ ব্যপারে গ্রেফতাকৃতদের বিরুদ্ধে মহানগরী মহিতার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের
হয়েছে বলেও জানায় র্যাব।
বিএ/