বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগর শাখার অন্তর্ভুক্ত ৫ টি ইউনিটে নতুন কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগর শাখার সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজ এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদিত হয়।
কমিটিগুলোতে রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাসিক দত্ত,সাধারণ সম্পাদক মোঃআশরাফুল ইসলাম জাফর, বোয়ালিয়া (পূর্ব) থানা ছাত্রলীগের সভাপতি মোঃআহসানুল করিম হিমু, সাধারণ সম্পাদক সৈয়দ সাকলাইন ফাইয়াজ (দ্বীপ), শাহ মখদুম থানা ছাত্রলীগের সভাপতি আল ওয়াসিউল মামুন, সাধারণ সম্পাদক মোঃগোলাম মোওলা সোহান, শহীদ এ এইচ এম কামারুজ্জামান কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃমেহেদি হাসান রাজা, সাধারণ সম্পাদক জাকারিয়া রিয়াল, আই এইচ টি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃআল আমিন হোসেন আকাশ ও সাধারণ সম্পাদক মোঃওমর ফারুক হিসেবে নির্বাচিত করা হয়।
আগামী সিটি কর্পোরেশন নির্বাচন ও জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্রলীগের এই কমিটিগুলো গঠন করা হয়েছে বলে জানা যায়।