নিজস্ব প্রতিবেদক :
২০১৭ সালে রাজশাহী শিক্ষাবোর্ডের অধিনে অনুষ্ঠিত হওয়া জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরীক্ষায় ৫টি স্কুল থেকে অংশ নিয়ে কোন শিক্ষার্থী পাস করতে পারেনি। এই ৫টি স্কুলে পাসের হার শূণ্য। শনিবার দুপুরে রাজশাহী শিক্ষাবোর্ডে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর তরুণ কুমার সরকার।
৫ টি স্কুলের মধ্যে ৩টি রাজশাহী জেলার ও ২টি বগুড়া জেলার রয়েছে। স্কুলগুলো হল, রাজশাহী জেলার মোহনপু থানার সইপাড়া জুনিয়র স্কুল, দুর্গাপুর উপজেলার বখতিয়ারপুর বালিকা জুনিয়র স্কুল, পুঠিয়া থানার বেলপুকুরিয়া জুনিয়র স্কুল ও বগুড়া জেলার ধুনট থানার কাহাদুলি সাপা জুনিয়র স্কুল এবং একই উপজেলার আনারপুর জুনিয়র উচ্চ বিদ্যালয়।
খবর২৪ঘণ্টা/এমকে