নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগে গত ঘণ্টায় আরো ৩৯ জন ও জেলায় নতুন করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। যা গতদিনের তুলনায় কম। বিভাগে মোট ৩৬৪ জনের মৃত্যু হয়েছে। বিভাগে মোট ২৪ হাজার ২৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলার ৯টি উপজেলা ও নগর মিলিয়ে ৫ হাজার ৭৯১ জনের করোনা শনাক্ত। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪৩৩০ জন, বাঘা উপজেলায় ১৮০ জন, চারঘাট উপজেলায় ১৭৭ জন, পুঠিয়া উপজেলায় ১৫১ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২২ জন, মোহনপুর উপজেলায় ১৪০ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩৩২ জন ও গোদাগাড়ীতে ১৫৪ জন। জেলার ৯টি উপজেলায় ১৪৬১ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুনভাবে ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। গত দিনের তুলনায় এদিন কম করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৪ হাজার ২৭২ জনে। শনাক্তের মধ্যে ২২ হাজার ৪৭ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৫৭৯১ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮১৫ জন, নওগাঁ ১৫১২ জন, নাটোর ১১৮১ জন, জয়পুরহাট ১২৮৬ জন, বগুড়া জেলায় ৯ হাজার ৫৩৪ জন, সিরাজগঞ্জ ২৫৫৬ জন ও পাবনা জেলায় ১৫৯৫ জন। মৃত্যু হওয়া ৩৬৪ জনের মধ্যে রাজশাহী ৫৪ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৫ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ১০ জন, বগুড়া ২২২ জন, সিরাজগঞ্জ ১৭ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৪ হাজার ১৪৫ জন।
এস/আর