রজশাহী বিভাগের ৮ টি জেলায় করোনা শনাক্ত হয়েছে ৫০ জন ও জেলায় ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৫ হাজার ৯৪৭ জন। এদিন নতুন করে করোনায় কারো মৃত্যু হয়নি। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪৬৭৫ জন, বাঘা উপজেলায় ১৮৭ জন, চারঘাট উপজেলায় ১৭৯ জন, পুঠিয়া উপজেলায় ১৫১ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২২ জন, মোহনপুর উপজেলায় ১৪৯ জন, তানোর উপজেলায় ১২২ জন, পবা উপজেলায় ৩৩৬ জন ও গোদাগাড়ীতে ১৫৪ জন। জেলার ৯টি উপজেলায় ১৪৮৭ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৫০ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৫ হাজার ৯৪৭ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৯৯ জনের। এরমধ্যে ২৪ হাজার ৪৬৬ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৬১৬৩ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮২৯ জন, নওগাঁ ১৬৫৬ জন, নাটোর ১২৬১ জন, জয়পুরহাট ১৩৭৮ জন, বগুড়া জেলায় ১০ হাজার ৮৯ জন, সিরাজগঞ্জ ২৮১৮ জন ও পাবনা জেলায় ১৭৪৩ জন। মৃত্যু হওয়া ৩৯৯ জনের মধ্যে রাজশাহী ৫৫ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৬ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ১০ জন, বগুড়া ২৫৩ জন, সিরাজগঞ্জ ১৮ জন ও পাবনায় ১১ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৬ হাজার ৩৯৮ জন।
এস/আর