1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী বিভাগে ১২ হাজার ছাড়াল করোনা শনাক্তের সংখ্যা, মৃত্যু ৩ - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৫ অপরাহ্ন

রাজশাহী বিভাগে ১২ হাজার ছাড়াল করোনা শনাক্তের সংখ্যা, মৃত্যু ৩

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলা, ২০২০
রাজশাহী বিভাগ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস কোভিড-১৯ নতুন করে আরো ২১৮ জন শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৩ জনের। এ নিয়ে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১২ হাজার ৩৯ জনে। আর নতুন ৩ জন নিয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৬৫ জনে। গত দিনের তুলনায় এদিন বেশি সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। আর এ পর্যন্ত মোট ৬ হাজার ১৯২ জন সুস্থ হয়েছে। শনাক্তের অর্ধেক সুস্থ হয়েছে। বিভাগে মৃত্যুহারও অনেক কম। তবে সুস্থের হার অন্যান্য স্থানের তুলনায় বেশি রয়েছে।
শনাক্ত হওয়া ১২ হাজার ৩৯ জনের মধ্যে বগুড়া জেলায় সবচাইতে বেশি ৪ হাজার ৬২৬ জন, রাজশাহী জেলায় ২৮৬৬ জন, চাঁপাইনবাবগঞ্জ ৪১৬ জন, নওগাঁ ৯২২ জন, নাটোর ৪০৫ জন, জয়পুরহাট ৬৬৭ জন, সিরাজগঞ্জ ১৩১৫ জন ও পাবনা জেলায় ৮২২ জন।
বিভাগে মারা যাওয়া ১৬৫ রাজশাহী জেলায় ২৩, চাঁপাইনবাবগঞ্জ ৫ জন, নওগাঁ ১৩, নাটোর ১ জন, জয়পুরহাট ২ জন, বগুড়া জেলায় ১০১ জন, সিরাজগঞ্জ জেলায় ১১ জন ও পাবনায় ৯ জন ।
সুস্থ হওয়া ৬ হাজার ১৯২ জনের মধ্যে রাজশাহী ১১০৭ জন, চাঁপাইনবাবগঞ্জ ১৯৪ জন, নওগাঁ ৪৯৫ জন, নাটোর ২১২ জন, জয়পুরহাট ২০০ জন, বগুড়া জেলায় ২ হাজার ৯৯৬ জন, সিরাজগঞ্জ ৩৯১ জন ও পাবনা জেলায় ৩৯৭ জন।
রাজশাহী বিভাগের করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে। সুস্থ হওয়াদের মধ্যে বেশিরভাগই নিজ বাড়িতে আইশোলেসনে চিকিৎসাধীন অবস্থান সুস্থ হয়েছে। গত দিনের তুলনায় এদিন শেষ ২৪ ঘন্টায় কম শনাক্ত হয়েছে। বগুড়া, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ ও পাবনা জেলায় বেশি করোনা সংক্রমিত রোগীর সংখ্যা। আইশোলেসন থেকে ছাড় পেয়েছে ১৭৭১ জন রোগী। আইশোলেসনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩১১৩ জন। বিভাগের ৮টি জেলায় মোট ৫১ হাজার ৬৬৯ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। বিশেষ করে গত ১ মাসে রাজশাহী বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়েছে। শনাক্ত রোগীর সংখ্যা বাড়ার সাথে সুস্থ হওয়াদের সংখ্যাও তুলনামূলকভাবে বাড়ছে। শনাক্ত ও সুস্থ হওয়া দুই সংখ্যাতেই বিভাগের মধ্যে বগুড়া জেলা শীর্ষে রয়েছে। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী জেলা। এরপর পাবনা ও সিরাজগঞ্জ জেলা রয়েছে।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST