রাজশাহী বিভাগের ৮টি জেলায় শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০৪৫ জনের করোনা শনাক্ত ও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৭২ হাজার ৫৭১ জন। এদিন গত দিনের থেকে ২২৪ জনের কম করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আর মোট মৃত্যু হয়েছে ১১৩৩ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ২১ হাজার ৪৪৬ জনের। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকায় ১৭ হাজার ২৬৫ জন। বাঘা উপজেলায় ৫০৯ জন, চারঘাট উপজেলায় ৬০৬ জন, পুঠিয়া উপজেলায় ৫৬৪ জন, দুর্গাপুর উপজেলায় ৪৪৯ জন, বাগমারা উপজেলায় ৪১৭ জন, মোহনপুর উপজেলায় ৩২৪ জন, তানোর উপজেলায় ৩৭১ জন, পবা উপজেলায় ৫৩৬ জন ও গোদাগাড়ীতে ৪০১ জন। রাজশাহী জেলায় শনাক্তের হার ১৮ শতাংশ। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে। রাজশাহী জেলায় করোনায় মোট ১৯১ জনের মৃত্যু হয়েছে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১০৪৫ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৭২ হাজার ৫৭১ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১১৩৩ জনের। এদিন নতুন করে ৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৪৮ হাজার ৯১২জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ২১ হাজার ৪৪৬ জন, চাঁপাইনবাবগঞ্জ ৪৬৬৮ জন, নওগাঁ ৫৫২৩ জন, নাটোর ৫৬১৪ জন, জয়পুরহাট ৩৯৫৪ জন, বগুড়া জেলায় ১৬ হাজার ৭২৬ জন, সিরাজগঞ্জ ৬৪৮৯ জন ও পাবনা জেলায় ৮১০৯ জন। মৃত্যু হওয়া ১১৩৩ জনের মধ্যে রাজশাহী জেলায় ২০৪ জন, চাঁপাইনবাগঞ্জে ১২৮ জন, নওগাঁ ১১১ জন, নাটোর ৯২ জন, জয়পুরহাট ৪৬ জন, বগুড়া ৪৮৩ জন, সিরাজগঞ্জ ৩৯ জন ও পাবনায় ৩০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৯৪ হাজার ৫৩১ জন।
এস/আর