রাজশাহী বিভাগের ৮টি জেলায় করোনা ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় আরো ৭ জনের মৃত্যু ও ৬৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৮৮ হাজার ৩৪০ জন। এদিন গত দিনের থেকে ৪৩৬ জনের বেশি করোনা শনাক্ত হয়েছে। আর মোট মৃত্যু হয়েছে ১৪১২ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ২৫ হাজার ৩৮৪ জনের। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকায় ২০ হাজার ৪২৪ জন। বাঘা উপজেলায় ৬৬৬ জন, চারঘাট উপজেলায় ৭২০ জন, পুঠিয়া উপজেলায় ৬৩৪ জন, দুর্গাপুর উপজেলায় ৫৩০ জন, বাগমারা উপজেলায় ৪৫৫ জন, মোহনপুর উপজেলায় ৩৯২ জন, তানোর উপজেলায় ৪৩৫ জন, পবা উপজেলায় ৬৩৮ জন ও গোদাগাড়ীতে ৪৯১ জন। রাজশাহী জেলায় শনাক্তের হার ২২ শতাংশ। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে। এদিন নতুন করে ১৯৭ জনের করোনা শনাক্ত হয়।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৬৯৫ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৮৮ হাজার ৩৪০ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪১২ জনের। এদিন নতুন করে ৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৬৫ হাজার ৩৩১ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ২৫ হাজার ৩৮৪ জন, চাঁপাইনবাবগঞ্জ ৫২০৬ জন, নওগাঁ ৬০৮৭ জন, নাটোর ৭৩০২ জন, জয়পুরহাট ৪২৮৮ জন, বগুড়া জেলায় ১৯ হাজার ৭০৯ জন, সিরাজগঞ্জ ৯৫০০ জন ও পাবনা জেলায় ১০৮৩২ জন। মৃত্যু হওয়া ১৪১২ জনের মধ্যে রাজশাহী জেলায় ২৫৫ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪৩ জন, নওগাঁ ১২৪ জন, নাটোর ১৩২ জন, জয়পুরহাট ৫৩ জন, বগুড়া ৫৯৪ জন, সিরাজগঞ্জ ৭৬ জন ও পাবনায় ৩৫ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ১০৩৮৩৫ জন।
এস/আর