নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলায় ১২ জন ও বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় আরো ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩৪৩ জন। আর মারা গেছে ৫০ জন। শনাক্তের বেশির ভাগ মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৩৯৬১ জন, বাঘা উপজেলায় ১৭২ জন, চারঘাট উপজেলায় ১৬৬ জন, পুঠিয়া উপজেলায় ১৩৬ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২০ জন, মোহনপুর উপজেলায় ১৩৭ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩০৭ জন ও গোদাগাড়ীতে ১৩৯ জন। জেলার ৯টি উপজেলায় ১৩৮২ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুনভাবে করোনা শনাক্ত হয়েছে ৪৬ জনের ও নতুন করে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৩২৭ জন ও শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২১ হাজার ৭৯৬ জনে। শনাক্তের মধ্যে ২০ হাজার ২৫৪ জন সুস্থ হয়েছে। শনাক্ত হওয়া ২১ হাজার ৭৯৬ জনের মধ্যে রাজশাহী জেলায় ৫৩৪৩ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮০১ জন, নওগাঁ ১৩৭৪ জন, নাটোর ১০৯০ জন, জয়পুরহাট ১১৬৪ জন, বগুড়া জেলায় ৮ হাজার ৪৪৩ জন, সিরাজগঞ্জ ২৩০৯ জন ও পাবনা জেলায় ১২৭২ জন। মৃত্যু হওয়া ৩২৭ জনের মধ্যে রাজশাহী ৫০ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২২ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ৭ জন, বগুড়া ১৯৮ জন, সিরাজগঞ্জ ১৪ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬১ হাজার ৭৬৩ জন।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।