রাজশাহী বিভাগের ৮টি জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরো ২০ জনের মৃত্যু ও নতুন করে ১০০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৬৯ হাজার ৬১ জন। নতুন করে ২২ জনের মৃত্যু হয়েছে। এদিন গত দিনের থেকে ৩৩১ জনের কম করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আর মোট মৃত্যু হয়েছে ১০৯৬ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ২০ হাজার ৬১৯ জনের। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকায় ১৬ হাজার ৬১১ জন। বাঘা উপজেলায় ৪৯৩ জন, চারঘাট উপজেলায় ৫৭৬ জন, পুঠিয়া উপজেলায় ৫২২ জন, দুর্গাপুর উপজেলায় ৪৩১ জন, বাগমারা উপজেলায় ৪০২ জন, মোহনপুর উপজেলায় ৩২২ জন, তানোর উপজেলায় ৩৬০ জন, পবা উপজেলায় ৫১৭ জন ও গোদাগাড়ীতে ৩৮১ জন। রাজশাহী জেলায় শনাক্তের হার ১৮ শতাংশ। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে। রাজশাহী জেলায় করোনায় মোট ১৯১ জনের মৃত্যু হয়েছে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১০০৮ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৬৯ হাজার ৬১ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১০৯৬ জনের। এদিন নতুন করে ২২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৪৭ হাজার ২৪০ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ২০ হাজার ৬১৯ জন, চাঁপাইনবাবগঞ্জ ৪৫৪২ জন, নওগাঁ ৫৩৪৮ জন, নাটোর ৫২৩৭ জন, জয়পুরহাট ৩৯০০ জন, বগুড়া জেলায় ১৬ হাজার ১৭৮ জন, সিরাজগঞ্জ ৬০২৭ জন ও পাবনা জেলায় ৭১৬৮ জন। মৃত্যু হওয়া ১০৯৬ জনের মধ্যে রাজশাহী ১৯৬ জন, চাঁপাইনবাগঞ্জে ১২২ জন, নওগাঁ ১০৭ জন, নাটোর ৮৮ জন, জয়পুরহাট ৪৬ জন, বগুড়া ৪৭২ জন, সিরাজগঞ্জ ৩৫ জন ও পাবনায় ৩০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৯২ হাজার ৭১৫ জন।
এস/আর