নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলায় ১০ জন ও বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় আরো ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩৩১ জন। আর মারা গেছে ৫০ জন। শনাক্তের বেশির ভাগ মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৩৯৪৯ জন, বাঘা উপজেলায় ১৭২ জন, চারঘাট উপজেলায় ১৬৬ জন, পুঠিয়া উপজেলায় ১৩৬ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২০ জন, মোহনপুর উপজেলায় ১৩৭
জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩০৬ জন ও গোদাগাড়ীতে ১৩৮ জন। জেলার ৯টি উপজেলায় ১৩৮২ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুনভাবে করোনা শনাক্ত হয়েছে ৬২ জনের ও নতুন করে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৩২৫ জন ও শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২১ হাজার ৭৫০ জনে। শনাক্তের মধ্যে ২০ হাজার ২২২ জন সুস্থ হয়েছে। শনাক্ত হওয়া ২১ হাজার ৭৫০ জনের মধ্যে রাজশাহী জেলায় ৫৩৩১ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮০১ জন, নওগাঁ ১৩৭৪ জন, নাটোর
১০৯০ জন, জয়পুরহাট ১১৬৩ জন, বগুড়া জেলায় ৮ হাজার ৪১৬ জন, সিরাজগঞ্জ ২৩০৫ জন ও পাবনা জেলায় ১২৭০ জন। মৃত্যু হওয়া ৩২৫ জনের মধ্যে রাজশাহী ৫০ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২২ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ৭ জন, বগুড়া ১৯৬ জন, সিরাজগঞ্জ ১৪ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬১ হাজার ৭২৩ জন।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।