নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগে করোনা ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় আরো ১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৫২ জন ও জেলায় ৫ জনের করোনা শনাক্ত হয়। আর নতুন করে চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৬৩ জনে। গত কয়েকদিনের তুলনায় এদিন কম রোগী শনাক্ত হয়েছে। বিভাগে মোট ২৪ হাজার ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলার ৯টি উপজেলা ও নগর মিলিয়ে ৫ হাজার ৭৫৭ জনের করোনা শনাক্ত। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪৩০৯ জন, বাঘা উপজেলায় ১৭৯ জন, চারঘাট উপজেলায় ১৭৬ জন, পুঠিয়া উপজেলায় ১৫০ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২২ জন, মোহনপুর উপজেলায় ১৪০ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩২৩ জন ও গোদাগাড়ীতে ১৫৩ জন। জেলার ৯টি উপজেলায় ১৪৪৮ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুনভাবে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। গত দু’দিনের তুলনায় এদিন কম করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৪ হাজার ১০০ জনে। শনাক্তের মধ্যে ২১ হাজার ৮২৩ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৫৭৫৭ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮১৪ জন, নওগাঁ ১৫০৫ জন, নাটোর ১১৭২ জন, জয়পুরহাট ১২৭৫ জন, বগুড়া জেলায় ৯ হাজার ৪৭৪ জন, সিরাজগঞ্জ ২৫২৪ জন ও পাবনা জেলায় ১৫৭৯ জন। মৃত্যু হওয়া ৩৬৪ জনের মধ্যে রাজশাহী ৫৪ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৫ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ১০ জন, বগুড়া ২২২ জন, সিরাজগঞ্জ ২১৭ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৩ হাজার ৯৪১ জন।
এস/আর