রাজশাহী বিভাগের ৮টি জেলায় শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১২৬৯ জনের করোনা শনাক্ত ও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৭১ হাজার ৫২৬ জন। এদিন গত দিনের থেকে ১০০ জনের বেশি করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আর মোট মৃত্যু হয়েছে ১১২৫ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ২১ হাজার ১৭৬ জনের। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকায় ১৭ হাজার ৫১ জন। বাঘা উপজেলায় ৫০৪ জন, চারঘাট উপজেলায় ৬০০ জন, পুঠিয়া উপজেলায় ৫৫১ জন, দুর্গাপুর উপজেলায় ৪৪৪ জন, বাগমারা উপজেলায় ৪০৯ জন, মোহনপুর উপজেলায় ৩২৪ জন, তানোর উপজেলায় ৩৭০ জন, পবা উপজেলায় ৫২৮ জন ও গোদাগাড়ীতে ৩৯১ জন। রাজশাহী জেলায় শনাক্তের হার ১৬ শতাংশ। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে। রাজশাহী জেলায় করোনায় মোট ১৯১ জনের মৃত্যু হয়েছে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১২৬৯ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৭১ হাজার ৫২৬ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১১২৫ জনের। এদিন নতুন করে ১৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৪৮ হাজার ৪০৯ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ২১ হাজার ১৭৬ জন, চাঁপাইনবাবগঞ্জ ৪৬১৫ জন, নওগাঁ ৫৪৬৭ জন, নাটোর ৫৫২৩ জন, জয়পুরহাট ৩৯৩৪ জন, বগুড়া জেলায় ১৬ হাজার ৫৪৬ জন, সিরাজগঞ্জ ৬৩৪৪ জন ও পাবনা জেলায় ৭৮৭৯ জন। মৃত্যু হওয়া ১১২৫ জনের মধ্যে রাজশাহী জেলায় ২০২ জন, চাঁপাইনবাগঞ্জে ১২৮ জন, নওগাঁ ১০৯ জন, নাটোর ৯২ জন, জয়পুরহাট ৪৬ জন, বগুড়া ৪৮০ জন, সিরাজগঞ্জ ৩৮ জন ও পাবনায় ৩০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৯৪ হাজার ১২ জন।
এস/আর