রাজশাহী বিভাগের ৮টি জেলায় নতুন করে করোনায় আরো ১৭ জনের মৃত্যু ও ৯৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৫২ হাজার ৮৭৯ জন। এদিন গত দিনের থেকে ৬০০ জনের বেশি করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। আর মোট মৃত্যু হয়েছে ৮২৬ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৬ হাজার ২৯১ জনের। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকায় ১৩ হাজার ২৩২ জন। বাঘা উপজেলায় ৩৩৬ জন, চারঘাট উপজেলায় ৩৮৬ জন, পুঠিয়া উপজেলায় ৩৬৬ জন, দুর্গাপুর উপজেলায় ৩২৮ জন, বাগমারা উপজেলায় ৩২১ জন, মোহনপুর উপজেলায় ২৭৮ জন, তানোর উপজেলায় ৩১৩ জন, পবা উপজেলায় ৪৩২ জন ও গোদাগাড়ীতে ২৯৯ জন। রাজশাহী জেলায় শনাক্তের হার ২০ শতাংশ। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৯৬২ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৫২ হাজার ৮৭৯ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮২৬ জনের। এদিন নতুন করে ১৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৩৭ হাজার ৯৪৭ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ১৬ হাজার ২৯১ জন, চাঁপাইনবাবগঞ্জ ৩৯৯৮ জন, নওগাঁ ৪১৯৩ জন, নাটোর ৩৩০২ জন, জয়পুরহাট ৩১৯০ জন, বগুড়া জেলায় ১৩ হাজার ৪৩৩ জন, সিরাজগঞ্জ ৪২৯৬ জন ও পাবনা জেলায় ৪১৪০ জন। মৃত্যু হওয়া ৮২৬ জনের মধ্যে রাজশাহী ১৪৯ জন, চাঁপাইনবাগঞ্জে ১০৪ জন, নওগাঁ ৭৩ জন, নাটোর ৪৯ জন, জয়পুরহাট ২৬ জন, বগুড়া ৩৭৩ জন, সিরাজগঞ্জ ২৯ জন ও পাবনায় ২৩ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৮২ হাজার ৫৭৯ জন।
এস/আর