রাজশাহী বিভাগের ৮টি জেলায় করোনা ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় আরো ১২ জনের মৃত্যু ও নতুন করে সর্বোচ্চ ৬৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৩৯ হাজার ১০৪ জন। বিশেষ করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনা শনাক্তের সংখ্যা দ্রুত হারে বাড়ছে। শনাক্তের সাথে সাথে মৃত্যুর সংখ্যাও বাড়ছে তুলনামূলকভাবে অনেক বেশি। আগের দিন বিভাগে ৬০৭ জনের করোনা শনাক্ত হয়। এদিন ৬৫ জনের বেশি করোনা শনাক্ত হয়েছে। আর মোট মৃত্যু হয়েছে ৬০৯ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ৩২১ জনের। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকায় ৮ হাজার ৪১১ জন। বাঘা উপজেলায় ২০০ জন, চারঘাট উপজেলায় ২১৮ জন, পুঠিয়া উপজেলায় ২১৪ জন, দুর্গাপুর উপজেলায় ১২৮ জন, বাগমারা উপজেলায় ১৬৪ জন, মোহনপুর উপজেলায় ১৭৯ জন, তানোর উপজেলায় ১৯৩ জন, পবা উপজেলায় ৩৬৫ জন ও গোদাগাড়ীতে ২৪৯ জন। জেলার ৯টি উপজেলায় ১৯১০ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৬৭২ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩৯ হাজার ১০৪ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬০৯ জনের। এদিন নতুন করে ১২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৩২ হাজার ৫৩২ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ১০ হাজার ৩২১ জন, চাঁপাইনবাবগঞ্জ ২৭৮৬ জন, নওগাঁ ২৫৩৮ জন, নাটোর ১৯৪০ জন, জয়পুরহাট ২০৪২ জন, বগুড়া জেলায় ১২ হাজার ৪২৬ জন, সিরাজগঞ্জ ৩৭৮০ জন ও পাবনা জেলায় ৩২৪০ জন। মৃত্যু হওয়া ৬০৯ জনের মধ্যে রাজশাহী ৯৪ জন, চাঁপাইনবাগঞ্জে ৫৯ জন, নওগাঁ ৪৮ জন, নাটোর ২৮ জন, জয়পুরহাট ১৩ জন, বগুড়া ৩২১ জন, সিরাজগঞ্জ ২৪ জন ও পাবনায় ২২ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৭৪ হাজার ৫৭১ জন।
এস/আর