শেষ ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে করোনা ভাইরাস কোভিড-১৯ এ চিকিৎসাধীন অবস্থায় আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এদিন বিভাগের ৮টি জেলায় ১০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩২ হাজার ৬০ জনে। আগের দিন করোনা শনাক্ত হয়েছিল ৮৯ জনের। ১৩ জন বেশি শনাক্ত হয়েছে। নতুন করে ৭ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু হয়েছে ৪৯০ জনের। এরমধ্যে রাজশাহী জেলায় ৭ হাজার ৮৫৪ জন। রাজশাহী জেলায় ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার ৬ হাজার ২৮৫ জন। বাঘা উপজেলায় ১৯৩ জন, চারঘাট উপজেলায় ২০০ জন, পুঠিয়া উপজেলায় ১৬৩ জন, দুর্গাপুর উপজেলায় ৯০ জন, বাগমারা উপজেলায় ১২৬ জন, মোহনপুর উপজেলায়
১৬০ জন, তানোর উপজেলায় ১২৯ জন, পবা উপজেলায় ৩৪৮ জন ও গোদাগাড়ীতে ১৫৯ জন। জেলার ৯টি উপজেলায় ১৫৬৮ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১০২ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩২ হাজার ৬০ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৯০ জনের। এদিন নতুন করে কারো ৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ২৮ হাজার ৪১৩ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৭৮৫৪ জন, চাঁপাইনবাবগঞ্জ ১০০৩ জন, নওগাঁ ২০২৪ জন, নাটোর ১৫৪৩ জন, জয়পুরহাট ১৫৮৮ জন, বগুড়া জেলায় ১১ হাজার ৯০২ জন, সিরাজগঞ্জ ৩৪২৬ জন ও পাবনা জেলায় ২৭১০ জন। মৃত্যু হওয়া ৪৯০ জনের মধ্যে রাজশাহী ৭০ জন, চাঁপাইনবাগঞ্জে ২০ জন, নওগাঁ ৩৪ জন, নাটোর ১৭ জন, জয়পুরহাট ১১ জন, বগুড়া ২৯৭ জন, সিরাজগঞ্জ ২৩ জন ও পাবনায় ১৮ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৭০ হাজার ৮০৪ জন।
এস/আর