রাজশাহী বিভাগের ৮টি জেলায় করোনা ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় আরো ৬ জনের মৃত্যু ও নতুন করে ৬৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৪১ হাজার ৪২২৫৫ জন। এদিন গত দিনের থেকে অর্ধেক করোনা শনাক্ত হয়েছে। গত কয়েকদিন ধরে রাজশাহী জেলায় করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। আগের দিন বিভাগে ৩৪৫ জনের করোনা শনাক্ত হয়। এদিন ৩২৩ জনের বেশি করোনা শনাক্ত হয়েছে। আর মোট মৃত্যু হয়েছে ৬৪৬ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৯২৪ জনের। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকায় ৯ হাজার ৭৬৫ জন। বাঘা উপজেলায় ২২৭ জন, চারঘাট উপজেলায় ২৫৫ জন, পুঠিয়া উপজেলায় ২৪৪ জন, দুর্গাপুর উপজেলায় ১৪০ জন, বাগমারা উপজেলায় ২২৭ জন, মোহনপুর উপজেলায় ১৯৯ জন, তানোর উপজেলায় ২২৬ জন, পবা উপজেলায় ৩৮৩ জন ও গোদাগাড়ীতে ২৫৮ জন। জেলার ৯টি উপজেলায় ২১৫৯ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৬৬৮ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৪২ হাজার ২৫৫ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৪৬ জনের। এদিন নতুন করে ৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৩৩ হাজার ৬৫৬ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ১১ হাজার ৯২৪ জন, চাঁপাইনবাবগঞ্জ ৩১৬৬ জন, নওগাঁ ২৮৯১ জন, নাটোর ২১৯৫ জন, জয়পুরহাট ২৩১৯ জন, বগুড়া জেলায় ১২ হাজার ৫৩৭ জন, সিরাজগঞ্জ ৩৮৫৭ জন ও পাবনা জেলায় ৩৩৩০ জন। মৃত্যু হওয়া ৬৪৬ জনের মধ্যে রাজশাহী ১০৭ জন, চাঁপাইনবাগঞ্জে ৬৮ জন, নওগাঁ ৫১ জন, নাটোর ৩২ জন, জয়পুরহাট ১৫ জন, বগুড়া ৩২৫ জন, সিরাজগঞ্জ ২৬ জন ও পাবনায় ২২ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৭৬ হাজার ২৫৮ জন।