রাজশাহী বিভাগের ৮টি জেলায় করোনা ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় আরো ৭ জনের মৃত্যু ও নতুন করে ৩৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৪১ হাজার ৫৮৭ জন। এদিন গত দিনের থেকে অর্ধেক করোনা শনাক্ত হয়েছে। গত কয়েকদিন ধরে রাজশাহী জেলায় করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। আগের দিন বিভাগে ৬৮২ জনের করোনা শনাক্ত হয়। এদিন ৩৩৭ জনের কম করোনা শনাক্ত হয়েছে। আর মোট মৃত্যু হয়েছে ৬৪০ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৫৫৬ জনের। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকায় ৯ হাজার ৪৭৮ জন। বাঘা উপজেলায় ২২৪ জন, চারঘাট উপজেলায় ২৪৪ জন, পুঠিয়া উপজেলায় ২৩২ জন, দুর্গাপুর উপজেলায় ১৩৯ জন, বাগমারা উপজেলায় ১৯৭ জন, মোহনপুর উপজেলায় ১৯৭ জন, তানোর উপজেলায় ২১১ জন, পবা উপজেলায় ৩৮১ জন ও গোদাগাড়ীতে ২৫৩ জন। জেলার ৯টি উপজেলায় ২০৭৮ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৩৪৫ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৪১ হাজার ৫৮৭ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৪০ জনের। এদিন নতুন করে ৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৩৩ হাজার ৪১৫ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ১১ হাজার ৫৫৬ জন, চাঁপাইনবাবগঞ্জ ৩১০৯ জন, নওগাঁ ২৮৪৩ জন, নাটোর ২১২৯ জন, জয়পুরহাট ২২৬২ জন, বগুড়া জেলায় ১২ হাজার ৫১৪ জন, সিরাজগঞ্জ ৩৮৩৭ জন ও পাবনা জেলায় ৩৩০১ জন। মৃত্যু হওয়া ৬৪০ জনের মধ্যে রাজশাহী ১০৭ জন, চাঁপাইনবাগঞ্জে ৬৬ জন, নওগাঁ ৪৯ জন, নাটোর ৩২ জন, জয়পুরহাট ১৪ জন, বগুড়া ৩২৫ জন, সিরাজগঞ্জ ২৫ জন ও পাবনায় ২২ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৭৫ হাজার ৮০৭ জন।
এস/আর