রাজশাহী বিভাগের ৮টি জেলায় করোনা ভাইরাস কোভিড-১৯ এ চিকিৎসাধীন অবস্থায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এদিন বিভাগের ৮টি জেলায় ১২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩২ হাজার ১৮৬ জনে। আগের দিন করোনা শনাক্ত হয়েছিল ১০২ জনের। ২৪ জন বেশি শনাক্ত হয়েছে। নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু হয়েছে ৪৯৩ জনের। এরমধ্যে রাজশাহী জেলায় ৭ হাজার ৮৭৩ জন। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার ৬ হাজার ৩০৪ জন। বাঘা উপজেলায় ১৯৩ জন, চারঘাট উপজেলায় ২০০ জন, পুঠিয়া উপজেলায় ১৬৩ জন, দুর্গাপুর উপজেলায় ৯০ জন, বাগমারা উপজেলায় ১২৬ জন, মোহনপুর উপজেলায় ১৬১ জন, তানোর উপজেলায় ১২৯ জন, পবা উপজেলায় ৩৪৮ জন ও গোদাগাড়ীতে ১৫৯ জন। জেলার ৯টি উপজেলায় ১৫৬৯ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১২৬ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩২ হাজার ১৮৬ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৯৩ জনের। এদিন নতুন করে কারো ৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ২৮ হাজার ৫২৪ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৭৮৭৩ জন, চাঁপাইনবাবগঞ্জ ১০১৬ জন, নওগাঁ ২০৫১ জন, নাটোর ১৫৪৮ জন, জয়পুরহাট ১৫৯৫ জন, বগুড়া জেলায় ১১ হাজার ৯২০ জন, সিরাজগঞ্জ ৩৪৩৮ জন ও পাবনা জেলায় ২৭৩৫ জন। মৃত্যু হওয়া ৪৯৩ জনের মধ্যে রাজশাহী ৭৩ জন, চাঁপাইনবাগঞ্জে ২০ জন, নওগাঁ ৩৪ জন, নাটোর ১৭ জন, জয়পুরহাট ১১ জন, বগুড়া ২৯৭ জন, সিরাজগঞ্জ ২৩ জন ও পাবনায় ১৮ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৭০ হাজার ৯২৭ জন।
এস/আর