রাজশাহী বিভাগের ৮টি জেলায় করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা কমেছে। বিভাগের ৮টি জেলায় শেষ ২৪ ঘণ্টায় ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। যদিও গতদিন ৫৮ জনের করোনা শনাক্ত ও ৫ জনের মৃত্যু হয়েছিল। এদিন গতদিনের তুলনায় ৭ জনের করোনা শনাক্ত বেশি হলেও ১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩২ হাজার ৬৩৩ জনে ও মৃত্যু হয়েছে মোট ৫০৬ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত ৭ হাজার ৯৫৬ জনের। জেলায় ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার ৬ হাজার ৩৮৪ জন। বাঘা উপজেলায় ১৯৪ জন, চারঘাট উপজেলায় ২০০ জন, পুঠিয়া উপজেলায় ১৬৩ জন, দুর্গাপুর উপজেলায় ৯১ জন, বাগমারা উপজেলায় ১২৬ জন, মোহনপুর উপজেলায় ১৬২ জন, তানোর উপজেলায় ১২৯ জন, পবা উপজেলায় ৩৪৮ জন ও গোদাগাড়ীতে ১৫৯ জন। জেলার ৯টি উপজেলায় ১৫৭২ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৬৫ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩২ হাজার ৬৩৩ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫০৬ জনের। এদিন নতুন করে ১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ২৯ হাজার ৩৫৩ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৭৯৫৬ জন, চাঁপাইনবাবগঞ্জ ১০৫১ জন, নওগাঁ ২০৭৪ জন, নাটোর ১৫৭৩ জন, জয়পুরহাট ১৬০১ জন, বগুড়া জেলায় ১২ হাজার ০১ জন, সিরাজগঞ্জ ৩৪৯৩ জন ও পাবনা জেলায় ২৮৭৪ জন। মৃত্যু হওয়া ৫০৬ জনের মধ্যে রাজশাহী ৭৫ জন, চাঁপাইনবাগঞ্জে ২১ জন, নওগাঁ ৩৫ জন, নাটোর ১৮ জন, জয়পুরহাট ১১ জন, বগুড়া ৩০৩ জন, সিরাজগঞ্জ ২৩ জন ও পাবনায় ২০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৭১ হাজার ২২৭ জন।
এস/আর