1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে হামলা ও আসবাবপত্র তছনছের অভিযোগ - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:১৮ অপরাহ্ন

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে হামলা ও আসবাবপত্র তছনছের অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ৮ জানুয়ারী, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে হামলা চালিয়ে আসবাবপত্র তছনছ ও পরিচালকের চেয়ারে লাথি মেরেছে একদল বখাটে বলে অভিযোগ উঠেছে। রোববার দুপুর আড়াইটার দিকে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পরিচয়ে একদল বখাটে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসের বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে এ ঘটনা ঘটায়। খবর পেয়ে নগরীর রাজপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুর আড়াইটার দিকে ৯/১০ জনের একদল বখাটে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর পরিচয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে প্রবেশ করে। এ সময় তারা অফিসে নতুন যোগদানকৃত ডা. আনিসুর রহমানকে বলেন, ‘এই ব্যাটা তুই এখানে আসছিস কেন? এখানে আসবেন আমাদের পছন্দের ডা. আব্দুল গণি।’ তারা নতুন বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে রাজশাহীতে আর অফিস না করার জন্য হুমকি দেয় এবং তুই আমাদের জন্য মারাত্মক হুমকি, এরপর তোকে এই অফিসে আবার দেখলে দেখে নেয়া হবে।’ এ সময় নতুন স্বাস্থ্য পরিচালক সরকার ও স্বাস্থ্য মন্ত্রীর প্রসঙ্গতুলতেই বখাটেরা স্বাস্থ্য পরিচালকের অফিসের আসবাবপত্র তছনছ করে এবং তাকে চেয়ার থেকে জোরপূর্বক  তুলে দিয়ে তার চেয়ারে লাথি মারে এবং চেয়ারটি ঘুরিয়ে রাখে। এ সময় ওই অফিস জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে কর্মকর্তা-কর্মচারীরা
ছুটাছুটি শুরু করেন। খবর পেয়ে নগরীর রাজপাড়া থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে আসে। কিন্তু তার আগেই সন্ত্রাসীরা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের অফিস থেকে চলে যায়। এ ঘটনায় রাজশাহীর চিকিৎসক সমাজে তীব্র ক্ষোভ ও
অসন্তোষের সৃষ্টি হয়েছে।

 

যোগাযোগ করা হলে নগরীর রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, পুলিশ বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের অফিসে যাবার আগেই বখাটেরা পালিয়ে যায়। কারা কেন? সেখানে গিয়েছিল জানতে চাইলে
ওসি বলেন, বিষয়টি আমরা বলতে পারবো না। তবে লিকিত অভিযোগ পেলে জড়িতদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। নতুন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, ঘটনার আকস্মিকতায় আমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি। তারা কেন, আমাকে গালাগালি সহ এসব করলো আমি বলতে পারবো না। আমি তো কারো কোনো
ক্ষতিও করিনি। যোগাযোগ করা হলে, রাজশাহী বিএমএর সাধারণ সম্পাদক ডা. নওশাদ
আলী বলেন, আমি ঘটনাটি শুনেছি। কিন্তু কারা কেন? এ ঘটনা ঘটিয়েছে বলতে
পারবো না।

 

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে ঢাকার মহাখালিস্থ জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. আনিসুর রহমানকে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের পদে বদলী করা হয়। কিন্তু বিষয়টি একটি মহলের পছন্দ হয়নি। তারা স্বাস্থ্য অধিদপ্তরে প্রায় ১০ মাস ধরে
ওএসডি’ থাকা নাটোরের সাবেক সিভিল সার্জন ডা. আব্দুল গণিকে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের পদে বসাতে চান। এজন্য তারা স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রীর কাছে বিভিন্নভাবে তদবিরও চালাচ্ছেন বলে জানা গেছে।

 

 

খবর২৪ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST