২ মার্চ মঙ্গলবার দেশব্যাপি নিদর্লীয় নিরপেক্ষ নির্বাচন ও ভোট চুরি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজশাহী বিভাগীয় সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। গতকাল সোমবার বিকেলে পুলিশের পক্ষ থেকে লিখিত এ অনুমতি দেয়া হয়। তবে বিএনপির পক্ষ থেকে যে ৩টি জায়গা চেয়ে আবেদন করা হয় তার কোন জায়গায় অনুমতি দেয়া হয়নি। নগরীর মাদ্রাসা মাঠ এলাকায় অবস্থিত একটি কমিউনিটি সেন্টারে এর অনুমতি দেয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। বলা হয়েছে, শুধু তারা ভেতরটাই ব্যবহার করতে পারবে। বাইরের রাস্তা ও এলাকা ব্যবহার করতে পারবেনা।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর গোলাম রুহুল কুদ্দুস বলেন, একটি কমিউনিটি সেন্টারে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে। তারা ভেতরের অংশ ব্যবহার করতে পারবে। বাইরের রাস্তা বা অংশ নয়। সমাবেশের স্থান পাওয়ার কথা নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা, রাসিকের সাবেক মেয়র ও এমপি জননেতা মিজানুর রহমান মিনু। তিনি বলেন, সমাবেশের স্থানের অনুমতি পাওয়া গেছে।
এস/আর