নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী বিএসটিআই’র অভিযানে ৫২ টি পণ্যের মধ্যে নিম্নমানের হলুদ ও গুড়া মরিচ জব্দ করা হয়েছে। রোববার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন বিএসটিআই’র উদ্যোগে নগরীর খোলা বাজার থেকে নিম্নমানের ৫২টি পণ্যের মধ্যে ডলফিন ব্রান্ডের ১৩ কেজি হলুদ, ১০কেজি মরিচের গুড়া এবং প্রাণ এগ্রো লিঃ এর ১২প্যাকেট কারী পাউডার জব্দ করা হয়। এছাড়াও বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ২টি সার্ভিল্যান্স টীমের মাধ্যমে সর্বমোট ৩০টি প্রতিষ্ঠানে স্কোয়াড/ সার্ভিল্যান্স
অভিযান পরিচালিত হয়েছে। অভিযান পরিচালনাকালে বিভিন্ন অপরাধের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এবং ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। রাজশাহী মহানগরীর রাসেল স্টোরের হলুদ, মরিচ ও কারী পাউডার জব্দ করা হয়েছে। হাফেজ স্টোর, নগরীর বধি ঘর-১ ও বধি ঘর-২ এবং বগুড়া সদরের ফতেহ আলী বাজারে মডার্ন দই ঘরের ফার্মেন্টেড মিল্ক লাইসেন্স না থাকায় মামলা দায়ের করা হয়েছে।
আর/এস