নিজস্ব প্রতিবেদক :
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী লীগের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে বিএমডিএ প্রঙ্গনে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী লীগের সভাপতি মোঃ মেসবাউল হকের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগরের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। সম্মানিত
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিএমডিএর চেয়ারম্যান ড. মোঃ আকরাম হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, বিএমডিএর নির্বাহী পরিচালক আব্দুর রশিদ, রাজশাহী মহানগর শ্রমিক লীগ সভাপতি মোঃ বদরুজ্জামান খায়ের, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সোহেলসহ শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা/এমকে