মোহনপুর প্রতিনিধিঃ নৌকার পক্ষে রাজশাহী-৩( পবা-মোহনপুর) আসনের মোটরসাইকেল শোডাউন করছে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা কৃষকলীগের সভাপতি রবিউল আলম বাবু। শনিবার সকালে পবার কাশিয়াডাঙ্গার মোড় হতে শতাধিক মোটর সাইকেল যোগে শোডাউন বের হয়ে উপজেলা বিভিন্ন এলাকার সড়ক প্রদক্ষিণ করে।
শোডাউন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে বিভিন্ন শ্লোগান দেয়া হয়।পরে মোহনপুর উপজেলা স্মৃতিসৌধে পথ সভা অনুষ্ঠিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষকলীগের সিনিয়র সহ সভাপতি শরিফুল ইসলাম শরিফ। প্রধান অতিথি ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি পবা-মোহনপুর-৩ আসন হতে মনোনয়ন প্রত্যাশী ও জেলা কৃষকলীগের সভাপতি রবিউল আলম বাবু। উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক তাজবুল ইসলাম,পবা উপজেলা কৃষকলীগের সভাপতি ওয়াজেদ আলী খান,সাধারণ সম্পাদক শাহাবুল ইসলাম মানিক, আব্বাস আলী,বাকশিমইল ইউনিয়নের সভাপতি আব্দুর রশিদ ধূরইল ইউপি সভাপতি গাজীউর রহমানসহ কৃষকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ