নিজস্ব প্রতিবেদক :
পদ্মা নদী ড্রেজিং ও শহর রক্ষা বাঁধ সম্প্রসারণের লক্ষ্যে রাজশাহীর পদ্মা নদীর ধার পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামানি লিটন। মঙ্গলবার সকালে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তারা। সকালে প্রথমে টি-বাঁধ পরিদর্শন করেন তারা। এরপর স্পিডবোটে করে টি-বাঁধ থেকে
বুলনপুর, সোনাইকান্দি এলাকার নদীর ধার পরিদর্শন করেন। এরপর বাঁধ সম্প্রসারণ ও শক্তিশালী করণের লক্ষে তালাইমারী শহীদ মিনার এলাকা পরিদর্শন করেন। আরো উপস্থিত ছিলেন, রাসিকের প্রধান প্রকৌশলী আশরাফুল হক, তত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার, রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী প্রমূখ।
আর/এস