দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি : এক সপ্তাহের ব্যবধানে রাজশাহী দুর্গাপুরে কেজিতে আলুর দাম দাড়িয়েছে ১৫ টাকা বিপাকে পড়েছেন চাষিরা। ফলন ভালো হলেও বাজারে ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষকদের মাঝে নেমে এসেছে হতাশা। অনেকেই ঋণ নিয়ে আবার কেউ গরু বিক্রি করে আলু চাষ করেছিলেন। এমন দামের কারণে অনেক কৃষক আলু তোলাও বন্ধ রেখেছেন।
ব্যবসায়ীরা বলছেন বাজারে তুলনামূলক আলু সরবরাহ বেশি হওয়ার কারনে আলুর দাম কমে গেছে। এদিকে, কৃষকরা লোকসান কমাতে সরকারের কাছে দ্রুত হস্তক্ষেপ এবং সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন।
এ উপজেলার কৃষকরা বলছেন, আলু চাষে গত কয়েক বছর ধরে ভালো লাভের মুখ দেখলেও এ বছরের পরিস্থিতি ভিন্ন। আগাম আলুতে বাজার সয়লাব হওয়ায় লোকসানের মুখে পড়েছেন এ উপজেলার কৃষকরা। আলুর ভরা মৌসুম শুরু হওয়ায় অন্তত ২০-২৫ দিন আগে থেকেই তারা মাঠ থেকে আলু তুলছেন।
উপজেলার বখতিয়ারপুর গ্রামের কৃষক আবুল হোসেন বলেন, আমি তিন বিঘা জমি নিয়ে আলু চাষ করেছি। সেই আলু চাষাবাদ করতে, সার, বীজ, কীটনাশক, সেচ ও শ্রমিকসহ সব খরচ বাদ দিয়ে লাভ তো দূরের কথা বিঘা প্রতি লোকসান হয়েছে প্রায় ১০ হাজার টাকা করে।
চৌপুকুরিয়া গ্রামের কৃষক এনামুল হক বলেন, গত বছর এই সময়ে কেজিপ্রতি আলু ৪০-৫০ টাকায় বিক্রি হলেও এবার বিক্রি হচ্ছে ১২-১৫ টাকা কেজি দামে। বাধ্য হয়ে উৎপাদন খরচের চেয়েও কম দামে আলু বিক্রি করতে হচ্ছে।
এ বিষয়ে দুর্গাপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভিন লাবনী জানান, এবার ১৬২৫ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চাষ হয়েছে ২১২০ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার চেয়ে এবার বেশি জমিতে আলুর চাষ হয়েছে। আলুর জাতের মধ্যে রয়েছে ডাইমন্ড, কার্ডিনাল ও এস্টরীয়। এবার আবহাওয়া ভালো থাকায় আলুর ফলন ভালো হলেও বাজারে ন্যায্যমূল্য পাচ্ছেনা কৃষকরা।
বিএ..