নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমনান মন্টুকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে পুলিশ তাকে আটক করে। মন্টুর লাইসেন্সকৃত পিস্তলটিও এসময় জব্দ করা হয়। তবে মহানগর পুলিশের পক্ষ বিষয়টি স্বীকার
করেনি।
তবে খবর২৪ঘণ্টর.কমের কাছে তার পরিবার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মন্টু বুলবুলের প্রচারণায় অংশ নেওয়ায় তাকে আটক করা হয়।
তার বিরুদ্ধে নতুন কোনো মামলা নাই। এদিকে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের আটকের অংশ হিসেবে মন্টুকে আটক করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।